বাংলাদেশের জয় আর সিরিজে ফেরাটাকে খুব সম্ভব মনে হচ্ছিল তখন। তানজিদ হাসান তামিম আর জাকের আলী অনিক উইকেটে। রানের গতি কম, তবু সেট ব্যাটার হিসেবে আছেন যেহেতু, ভরসাও আছে বেশ।
তবে গ্যালারির অবস্থা ছিল পুরোপুরি উলটো। একটু পরপর দুয়ো ভেসে আসছিল। জাকের আলীই ছিলেন তার লক্ষ্যবস্তু। শেষ কিছু দিন ধরে ফর্মে নেই না তিনি। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলের শিকার হচ্ছেন তিনি। সেটা এবার মাঠেও দেখতে হচ্ছে তাকে।
তবে তামিম ঠিকই ভরসা রেখেছিলেন জাকেরের ওপর। কারণ হচ্ছে জাকেরের উইন্ডিজের বিপক্ষে পারফর্ম্যান্স। ২০২৪ সালের ডিসেম্বরে উইন্ডিজ সফরে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। সেটার কথাই মনে করিয়ে দিচ্ছিলেন সঙ্গীকে।
তামিম বলেন, ‘জাকের ভাইয়ের কিন্তু এর আগেও বড় বড়, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দেখেছেন যে তিনি কী করতে পারেন। আমি তাকে বলছিলাম যে শেষ সিরিজে তাদের বিপক্ষে কীভাবে ব্যাটিং করছিলেন, আপনি পারবেন, আপনি ম্যাচ জেতাতে পারবেন। আমি তাকে বুঝাচ্ছিলাম আমরা দুইজন থাকলে ম্যাচটা বের হয়ে যাবে।’
তবে এরপর তামিম বিদায় নিলে জাকের আর ম্যাচ জিতিয়ে আসতে পারেননি। এর দায়টা পুরো ব্যাটিং ইউনিটকেই দিলেন তামিম। তিনি বলেন, ‘হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে। আমরা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছি না। আমাদের খুঁজে বের করতে হবে আমরা কীভাবে ধারাবাহিক হতে পারি। কীভাবে মাঝের ওভারে ডট বল কমিয়ে স্ট্রাইক রোটেট করে কীভাবে খেলাটাকে আরও বড় করতে পারি। এটা আমাদের সবাইকে বসে খুঁজে বের করতে হবে।’