রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা মেহজাবীনের

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত কাজ শুরু করেন। এরপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এ অভিনেত্রী এবার পুরোপুরি সিনেমায় মনোনিবেশ করছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচক মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। তার প্রথম সিনেমা ‘সাবা’ হলেও মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’-ই দর্শকদের সামনে আসে আগে, গত বছরের শেষ দিকে। সেই সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু হয় মেহজাবীন চৌধুরীর।

এদিকে ‘চোরাবালি’খ্যাত ঢালিউড পরিচালক রেদওয়ান রনি দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমায় হাত দেওয়ায় ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী।  ‘দম’ সিনেমা নিয়ে আসছেন জেনে পরিচালককে শুভকামনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী।

পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ সিনেমা নির্মাণ করে বেশ প্রশংসিত হন। এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’ সিনেমা। তারপর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি।

যদিও এর আগে জানা যায়, ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। তবে এখনো এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি। সম্প্রতি  মহরতের দিনই সিনেমাটির টিমকে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী লিখেছেন—’দম’ সিনেমার টিমের সবার জন্য শুভকামনা। দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা রইল।

মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসের মন্তব্যের ঘরে পরিচালক রেদওয়ান রনি লিখেছেন— অনেক অনেক ধন্যবাদ মেহজাবীন। এই শুভকামনা টিমের জন্য অনেক কিছু।

এদিকে পরিচালক রেদওয়ান রনি ‘দম’ সিনেমা নিয়ে আসায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনেত্রী সাফা কবির, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেত্রী সাদিয়া আয়মানসহ অনেক অভিনেতা-অভিনেত্রী শুভকামনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ