রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

বগুড়ায় আগের মতো আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করব, ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবার ফিরবে। বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়ের মতো খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে।

তিনি আরও বলেন, শুধু ক্রিকেট বা ফুটবল নয়, যেকোনো স্পোর্টস প্রোগ্রামে সবসময় আমাকে কাছে পাবেন। একটা সময় ছিল ২০-২৫ বছর আগে এমন অনেক টুর্নামেন্ট হতো, বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। মাঝখানে এটা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এখন আস্তে আস্তে এসব টুর্নামেন্ট ফিরে আসছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর জাতীয় সংগীত ও ফিফা থিম সং বাজিয়ে মাঠে নামে খেলোয়াড়রা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ। খেলা শুরুর পূর্বে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় মাঠ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া ফুটবল একাডেমির আয়োজিত বিএফএ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেন বিদ্যুৎ বয়েজ ক্লাব।

খেলা শুরুর প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। খেলার পুরোটা সময় আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া ফুটবল একাডেমীর সভাপতি শহিদুল ইসলাম শহিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ