সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

মার্কিন সয়াবিন কিনবে চীন, বেইজিংয়ের সঙ্গে বিরল খনিজ চুক্তি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

শুল্কযুদ্ধের জেরে দুই ক্ষমতাধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দীর্ঘ দু’ঘণ্টা বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করলেন, বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চীনের উপর থেকে ১০ শতাংশ শুল্ক কমানোরও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা শুরু করবে বলে জানা গিয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ একটি বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনই বিস্তারিত জানাবো না। ফেন্টানাইল উৎপাদন রোধে আমরা দু’জনেই একমত হয়েছি। জিনপিংও এবিবিষয়ে আরও কঠোর হবে। পাশাপাশি, তারা মার্কিন  সয়াবিন ক্রয়ও শুরু করবে। পাশাপাশি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, চীনের উপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে।’

এরপরই তিনি বলেন, ‘বিরল খনিজ নিয়ে দু’দেশের সমস্যার সমাধান হয়েছে। এই সংক্রান্ত আমরা একটি চুক্তিও করেছি। যার মেয়াদ এক বছরের। চীন বিরল খনিজ সমৃদ্ধ পণ্য আমেরিকায় রপ্তানি করবে।’

ট্রাম্পের সংযোজন, ‘শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে। আগামী এপ্রিলে আমি চীন সফরে যাব। অন্যদিকে, জিনপিংও আমেরিকা সফরে আসবেন বলে জানিয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ