সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

তাহসানের কারণেই ৮ বছরের গোপন প্রেম সামনে আনেন ফারিণ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে বছর দুয়েক আগে হঠাৎ করে সংগীতশিল্পী তাহসানের সম্পর্ক জড়িয়ে ওঠা গুঞ্জন ছিল টক অব দ্যা টাউনে। কেউ কেউ বিষয়টি বিয়ে পর্যন্তও গড়িয়ে নিয়ে যান। এমনকি তাহসানের সঙ্গে সংসারও শুরু করে দেন তাসনিয়া ফারিণ বলে শোনা যায়।

মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেক দিন কেটে যাওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। সেই গুঞ্জনের একসময় অবসানও ঘটে। ২০২৩ সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর আগস্ট মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিউড সফর, বড়পর্দায় অভিষেক এবং নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন তাসনিয়া ফারিণ।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা তাসনিয়া ফারিণ। দেশের পাশাপাশি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ তিনি। দিন কয়েক আগেই কলকাতা সফরে গিয়ে ঘুরে এসেছেন ঢালিউড অভিনেত্রী। সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল মল্লিক ও দেবের সঙ্গেও দেখা হয় তার।

এ সময় বিয়ে ও ব্যক্তিগতজীবনে তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন ফারিণ। অভিনেত্রী বলেন, বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে। 

সংসারজীবনের সঙ্গে অভিনয়জীবন দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রী বলেন, আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি বিয়ের পর আমার কাজ বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ