সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

বিচ্ছেদ নিয়ে প্রশ্নে যা বললেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে প্রায়ই শোনা যায়। যদিও সেসব জল্পনায় একাধিকবার পানি ঢেলে দিয়েছেন এ তারকা দম্পতি। তবে অনেকেই বলেন, তারা নাকি পারস্পরিক সমঝোতার জায়গায় এসেছেন। এমনিতে এ বিষয়ে মুখে তালা লাগালেও পুরোনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এর আগে ২০০৯ সালে আমেরিকায় অপরা উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। এর দুই বছর আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। সেই অনুষ্ঠানে তাদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন আড়ম্বরপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা। তাতেই অভিষেকের বিবরণ শুনে অপরা বলেন, এত জাঁকজমক করে বিয়ে করার পর বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতির জন্য খুব কঠিন হয়ে ওঠে?

সঞ্চালিকার এমন প্রশ্ন শুনে প্রায় গর্জে ওঠেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি বলেন, আমরা এ ধরনের ভাবনা মাথাতেই আসতে দিই না। বিয়ে মানেই পরস্পরের প্রতি সারাজীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ। 

শনিবার (১ নভেম্বর) অভিনেত্রীর জন্মদিন। এমনিতেই অমিতাভ বচ্চন বা তার ছেলে অভিষেক অন্য তারকাদের জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠান। কিন্তু নিজের বাড়ির বউমার জন্মদিনে এখনো পর্যন্ত চুপ বচ্চন পরিবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ