সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে বুল্লা-বরগ সড়কের ব্রিজ নির্মাণকাজ বন্ধ — চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বরগ এলাকায় মানুষের যাতায়াত সহজ করতে সরকার একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। বুল্লা-বরগ সড়কের চেইনেজ ৫৫০ মিটার স্থানে ৫৪ মিটার দীর্ঘ এ ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২২ সালের ৩০ ডিসেম্বর (১৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ) তারিখে।

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
জনাব এডভোকেট মোঃ মাহবুব আলী, এমপি,
মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
ব্রিজটির কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাধবপুর, হবিগঞ্জ।

তবে দুঃখজনকভাবে, দুই বছর পার হলেও ব্রিজটির নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শুরু হওয়ার পর প্রায় ৩০ শতাংশ অগ্রগতি হলেও হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে ব্রিজটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে, যা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন শত শত শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক সময় কাদামাটি ও পানির কারণে পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অসুস্থ রোগী বা জরুরি প্রয়োজনে যাত্রী পরিবহনে ভোগান্তির শেষ থাকে না।

স্থানীয়রা জানান, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবগত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।

এ অবস্থায় দক্ষিণ বরগ ও আশপাশের এলাকার জনগণ দ্রুত ব্রিজটির নির্মাণকাজ পুনরায় শুরু ও দ্রুত সমাপ্তির দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা— সরকার ও সংশ্লিষ্ট দপ্তর বিষয়টিতে জরুরি পদক্ষেপ নেবে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ