সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর ৫ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।