বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

বিপিএল শুরু ডিসেম্বরে, বেশির ভাগ ম্যাচ ঢাকার বাইরে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে লক্ষ্যে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। সবকিছু ঠিক থাকলে ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পর্দা উঠবে টুর্নামেন্টের ১২তম আসরের।

এবারের আসরে ৬টি দল অংশ নেবে বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। তবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স আসন্ন আসরে থাকছে না। নতুনভাবে রাজশাহীর দল টুর্নামেন্টে ফিরে আসতে পারে, ফ্র্যাঞ্চাইজিটির নাম ‘রাজশাহী স্টার’ হতে পারে এমনটাও শোনা গেছে।

গুঞ্জন ছিল রাজশাহীকে নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হবে, তবে মাঠের কাজ শেষ না হওয়ায় এবারও তিনটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিপিএল।

ম্যাচসূচি অনুযায়ী, বেশির ভাগ খেলা ঢাকার বাইরের দুইটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা আছে। শুরুর কয়েকটি ও শেষের কিছু ম্যাচ মিরপুরের মাঠে হতে পারে। উইকেটের অবস্থা বিবেচনায় মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বিপিএল আয়োজনের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। প্রতিষ্ঠানটি শুধু চলতি মৌসুমই নয়, পরবর্তী তিন আসরেও বিপিএল আয়োজনের দায়িত্বে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ