সার্বিয়ান শীর্ষ লিগের ফুটবল ক্লাব রাডনিস্কি ১৯২৩-এর কোচ ম্লাদেন জিজোভিচ হঠাৎ ম্যাচ চলা কালে মৃত্যুবরণ করেছেন। সোমবার ম্লাদোস্ত লুচানির বিপক্ষে ম্যাচ চলাকালীনই তিনি হঠাৎ পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
৪৪ বছর বয়সী এই কোচ ম্যাচের ২২তম মিনিটে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠের মেডিকেল টিম তাকে হাসপাতালে পাঠায়। খেলা কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার শুরু হয়, কিন্তু ২০ মিনিটের মধ্যেই খেলোয়াড়দের জানানো হয়—কোচ জিজোভিচ আর নেই।
ঘটনাটি জানার পর দুই দলের খেলোয়াড়ই শোকে ভেঙে পড়েন। অনেকেই মাঠেই কান্নায় ভেঙে পড়েন। এরপরই রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
ঘটনার আগে জিজোভিচ কিছুটা অসুস্থতা বোধ করছিলেন বলে জানিয়েছেন তার সহকারী কোচ। তিনি বলেন, ‘তিনি আমাকে নির্দেশ দিচ্ছিলেন, তারপর রেফারির সঙ্গে কথা বললেন। কিছু সময় পর বেঞ্চের দিকে এসে বললেন, ‘আমি ভালো লাগছে না, ভালো লাগছে না’। তারপরই তিনি পড়ে গেলেন। আপনি ভিডিওতে চিৎকারের শব্দও শুনতে পাবেন।’
ঘটনার আগে খাবার নিয়ে অভিযোগ করেছিলেন বলেও জানা গেছে। সহকারী কোচ বলেন, ‘তিনি বলছিলেন মাছটা ভালো না, এটা আর খাব না। এমন কথাই বলছিলেন। ওয়ার্ম আপে কোনো সমস্যা ছিল না। খেলা শুরু হয়, সব ঠিকই ছিল।’
জিজোভিচ মাত্র দুই সপ্তাহ আগে রাডনিস্কি ১৯২৩-এর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ২৩ অক্টোবর তিনি ক্লাবটির দায়িত্ব পান। তার অধীনে দল একটি লিগ ম্যাচে জয় এবং একটি কাপ ম্যাচে হার পেয়েছিল।
খেলোয়াড় চোসিক বলেন, ‘আমরা খেলা চালিয়ে গিয়েছিলাম এই আশা নিয়ে যে তিনি আবার ফিরে আসবেন। আমরা ভেবেছিলাম, তার জন্যই জিতব। কিন্তু আমরা হতবাক ছিলাম, মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। তবু বিশ্বাস করছিলাম তিনি ফিরে আসবেন।’