ঢালিউড অভিনেত্রী পরীমনির রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে আছেন। এখন আর সেভাবে তাকে অভিনয়ে দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনায় আছেন অভিনেত্রী।
পরীমনি বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা। যদিও কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নিয়েছেন তিনি, তা নিয়ে আলোচনা কমও হয়নি। সম্প্রতি একটি চ্যানেলের এক সাক্ষাৎকারে নিজের দত্তক নেওয়া কন্যা প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন অভিনেত্রী।
একজন ছেলেসন্তান থাকা সত্ত্বেও কেন কন্যাসন্তান দত্তক নিলেন? এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, তিনি ১০০ সন্তানের মা হতে চান। আরও ৯৮টা বাচ্চা দত্তক নেওয়ার ইচ্ছে রয়েছে তার। তিনি বলেন, আমাকে আরও ৯৮টা বাচ্চা নিতে হবে।
অভিনেত্রী বলেন, আমি ১০০ বাচ্চার মা হতে চাই। আল্লাহ আমাকে অতটুক বড়লোক করুক। মানে বড় করুক বলিনি, আমি বলছি— আমাকে বড়লোক করুক। কারণ অনেক টাকা লাগে বাচ্চাদের পালতে হলে, ঠিকমতো বড় করতে হলে।
কীভাবে একা বাচ্চাদের দায়িত্ব সামলাবেন? উত্তরে পরীমনি বলেন, আমি পারব। বিশ্বাস করেন না, আমি পারব। একপর্যায়ে অভিনেত্রীকে দ্বিতীয় সন্তান প্রিয়মকে কোথায় পেলেন—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আল্লাহ দিয়েছেন।’
নিজের সন্তানদের নিয়ে শো-অফ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তাহলে আমার বাচ্চাদের নামে শুরু থেকে পেজ থাকত। সামাজিক মাধ্যম থেকে ইনকাম তো হয়। ইউটিউবে চ্যানেল থাকত। পুণ্য, সাফিরা সুলতানা প্রিয়ম কই?
পরীমনি বলেন, আমি বলিনি যে, সেটা আসলে অনেক খারাপ কিছু। অনেকে করতেই পারে। কিন্তু আমার ব্যক্তিগত একটা চয়েস আছে না যে, আমি আসলে কি করব? এবং ও আসলে এটাতে কতটুকু ইউজড টু হবে, ও আসলে বড় হয়ে এটা কি চায় কি চায় না, সেটা তো আমি জানি না। তদ্দুর আমি একটা পেজ খুলে বসে থাকব? মানে আমার কাছে স্টুপিড লাগে ব্যাপারটা।