মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল নিজের ভুল বুঝতে পেরে মঞ্চেই জনসম্মুখে ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি একটি লাইভস্ট্রিমে প্রতিযোগীদের ভয় দেখাচ্ছেন এবং মিস মেক্সিকোকে অপমান করছেন।
পরিচালকের এমন ব্যবহারে কয়েকজন প্রতিনিধি সেই মুহূর্তেই অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। পুরো বিষয়টির ক্লিপ ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের এই পরিচালক।
নাওয়াত বলেন, ‘যদি কেউ আমার ব্যবহারে মনে কষ্ট পান কিংবা অসুবিধা অনুভব করেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি মনে করি আপনারা বুঝবেন যে চাপ অনেক বেশি। আমিও একজন মানুষ। কখনও কখনও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। কাউকে ক্ষতিগ্রস্ত করা আমার উদ্দেশ্য ছিল না। আমি আপনাদের সকলকেই সম্মান করি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি সকল প্রতিনিধির কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। মিস ইউনিভার্স এবং সারা বিশ্বের কাছেও এ নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। আমি চাই প্রকৃত বার্তাটি সঠিকভাবে সবার কাছে পৌঁছাক।’
এই বিতর্কের সূত্রপাত ঘটে একটি প্রি-পেজেন্ট অনুষ্ঠানে, যখন মেক্সিকোর ফাতিমা বোশকে পরিচালক নাওয়াত উন্মুখভাবে দণ্ডিত করেন যে, তিনি প্রচারমূলক কোনো কনটেন্ট পোস্ট করেননি।
যখন ফাতিমা বিরোধিতা করেন তখন নাওয়াত সিকিউরিটি ডাকে এবং যারা তার পাশে ছিলেন তাদেরকে বাতিল করাবে এমন হুমকি দেন। এরপর ফাতিমা সেই রুম ত্যাগ করেন এবং অন্যরাও তার প্রতি সমর্থন জানিয়ে তার সঙ্গে বেরিয়ে যান।
যারা অনুষ্ঠানটি ত্যাগ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। তিনি ডেনমার্ক থেকে এসেছিলেন।