সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় ও রূপলাবণ্যে মুগ্ধ লাখো দর্শক। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে পা রাখেন বলিউডে। এরপর হয়ে ওঠেন একাধিক হিট সিনেমার নায়িকা।
আপনি জানেন কি? ঐশ্বরিয়ার বলিউডে পা রাখার কথা ছিল অভিনেতা আমির খানের বিপরীতে, সুপারহিট সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’ দিয়ে? ‘৯০ দশকের শুরুর দিকেই ঐশ্বরিয়া ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দের। সেই সময় ধর্মেশ দর্শনের ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার প্রস্তাবও এসেছিল তার কাছে। কিন্তু মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতির কারণে তিনি সিনেমাটি করতে পারেননি। পরে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী কারিশমা কাপুর, যিনি তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান।
এর আগে ২০১২ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বলেছিলেন, অনেকে ভাবে আমি সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সিনেমায় এসেছি, কিন্তু তা ঠিক নয়। তিনি বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই আমার হাতে অন্তত চারটি সিনেমার প্রস্তাব ছিল। আমি তখন সিনেমা থেকে কিছুটা দূরে থাকতে চেয়েছিলাম বলেই মিস ইন্ডিয়ায় অংশ নিই। যদি আমি প্রতিযোগিতায় না যেতাম, তা হলে রাজা হিন্দুস্তানিই হতো আমার প্রথম সিনেমা।
এদিকে পরিচালক ধর্মেশ দর্শন বলেন, ঐশ্বরিয়া ছিলেন প্রথম পছন্দ। কিন্তু মিস ওয়ার্ল্ডের দায়িত্বের কারণে তিনি সময় দিতে পারেননি। ফলে আমি কারিশমাকে নিয়েছিলাম।