শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

‘লক্ষ্য অর্জনের পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ থামায় ভারত’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

যুদ্ধে পরাজিত হচ্ছে জেনে ভারতের কাছে যুদ্ধ বন্ধের দাবি করেছিল পাকিস্তান, এমন দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা দাবিতে জানান, তার মধ্যস্থতায় থেমেছে যুদ্ধ। ভারত সেটি নাকজ করেছে। তবে ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং সম্প্রতি জানিয়েছেন ভিন্ন তথ্য।

অমর প্রীত বলেছেন, পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘর্ষের সময় ভারতের সশস্ত্র বাহিনী নিজেরাই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমরা একটি জাতি হিসেবে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমাদের লক্ষ্য পূরণ হয়েছিল।’

বিদেশি চাপের কথা যখন ভারতে সমালোচনার জোয়ার বইয়ে দিচ্ছে তখন দেশটির বিমানবাহিনীর প্রধান বলেছেন, এই যুদ্ধবিরতি কোনো বিদেশি চাপের কারণে নয়। বরং ভারত নিজের লক্ষ্য পূরণ করেছিল বলেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেয়।

৯৩তম বিমানবাহিনী দিবস উদ্‌যাপন উপলক্ষে দেওয়া বক্তব্যে সিং বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এবং আগেই নির্ধারিত ছিল যে লক্ষ্য পূরণ হলেই সংঘর্ষের ইতি টানা হবে।

২০২৫ সালের ৭ মে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালায়। যা পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেসামরিক এলাকায় আঘাত হানে। এই হামলা হয় ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর এক হামলার পরিপ্রেক্ষিতে।

সিংয়ের মতে, ভারত মাত্র চার দিনেই তার ‘খুবই স্পষ্ট’ লক্ষ্য অর্জন করে এবং এরপর দ্রুততম সময়ে সংঘর্ষ শেষ করার সিদ্ধান্ত নেয়।

তার এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন দেশীয় মহলে সমালোচনা চলছে যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে খুব তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনিই যুদ্ধবিরতি ‘মধ্যস্থতা’ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ