সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি। ২৬৯ রান করেও হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাচ মিস করাই দলের পরাজয়ের বড় কারণ। বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইম আর আগা খুব ভালো ব্যাট করেছে।’
শাহিন বলেন, ‘তিন উইকেট দ্রুত পড়ে যাওয়ার পরও ২৭০ রান ভালো স্কোর ছিল। আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’ তিনি আরও যোগ করেন, ‘সাইম ও আগা দারুণ ব্যাট করেছে, তাদের পার্টনারশিপ আমাদের অনেকটা ফিরিয়ে এনেছিল। প্রথমেই তিন উইকেট হারিয়ে আমরা ভেবেছিলাম ২৭০ যথেষ্ট হবে, কিন্তু ক্যাচ মিসের কারণে ম্যাচ হাতছাড়া হয়েছে। আমরা পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরব।’
পঞ্চম ওভারে লুহান দ্রে প্রিটোরিয়াস ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন নাসিম শাহর হাতে। তিনি তা তালুবন্দি করতে পারেননি। ১৮ রানে জীবন পাওয়া সেই ব্যাটার শেষমেশ ৪৫ রানে থামেন। এরপর টনি ডি জর্জি সালমান আলি আগার বলে ক্যাচ তুলে দিয়েছিলেন, তবে সে ক্যাচটাও ফিল্ডার মোহাম্মদ নওয়াজ নিতে পারেননি। ৫৫ রানে জীবন পেয়ে শেষমেশ ৭৬ রান করে আউট হন ডি জর্জি।
তবে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক কোনোভাবেই থামাতে পারেনি পাকিস্তান। দুই ক্যাচের চেয়ে তিনিই বেশি ভুগিয়েছেন পাকিস্তানকে। শেষমেশ তিনি ১১৯ বলে অপরাজিত ১২৩ রান করেন, ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কা। তিনিই বনে যান ম্যাচসেরা।