শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

জোহরান মামদানিকে যে বার্তা দিলেন প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

নিউইয়র্ক শহরে ইতিহাস গড়ে নতুন মেয়র হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি এ শহরের কনিষ্ঠতম এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জয় শুধু তাকে নয় বরং নিউইয়র্কের বিভিন্ন সম্প্রদায় এবং অভিবাসী জনগোষ্ঠীর জন্যও একটি বিশেষ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

তার এই ঐতিহাসিক সাফল্যের খবর বিশ্বমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিভিন্ন দেশের সেলিব্রেটিরাও মামদানিকে সামাজিক মাধ্যমে অভিবাদন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

সোশ্যাল মিডিয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়ে একটি বার্তা শেয়ার করে প্রিয়াংকা লিখেছেন, অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।

জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। তার পরিবার পরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরবর্তীতে নিউইয়র্কে স্থায়ী হয়। ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি আগ্রহী জোহরান ‘দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে’ পড়াশোনা করেন এবং পরে বাউডোইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা জোহরানকে রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি প্রদান করেছে। তার হাত ধরেই নিউইয়র্কের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ