শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

দীপিকার অনেক আগে মা হয়েছি, কোনো সমস্যা ফেস করিনি: শুভশ্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত ইমেজ দিয়ে দর্শক হৃদয়ে জায়গায় করে নিয়েছেন। তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন। ঠিক সেই সময়েই টালিউড শুভশ্রী গাঙ্গুলি বলেন, দীপিকার অনেক আগেই আমি মা হয়েছি। এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছি।

টালিউডে দৈনিক ২০ ঘণ্টা কাজ প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিউডের পার্থক্য তুলে ধরেন। তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তিনি বলেন, যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তাহলে আমি বলব— কোনো দিন কোনো সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।

শুভশ্রী গাঙ্গুলি বলেন, আর মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিউডে নেই। এখানে প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা কেউ-ই তেমন সুযোগ-সুবিধা পান না। সবাইকে সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করতে হয়।

তিনি বলেন,  সবাই জানেন— আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করে থাকি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্তাবলি অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক ও প্রযোজকরা। আমি দিনে একটা নির্দিষ্ট সময় কাজ করি। তা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনো কাজ থেকে বাদ পড়েছি— এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ