শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে ইরান থেকে আসা অর্থ পাচার করার অভিযোগে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে, ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহর আর্থিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত লেবাননের হিজবুল্লাহকে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পাঠিয়েছে। যার বেশিরভাগই মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে এসেছে।

হিজবুল্লাহ এই অর্থ ব্যবহার করে তাদের আধাসামরিক বাহিনীকে সহায়তা করে, সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণ করে এবং লেবানন সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি জন হার্লি এক বিবৃতিতে বলেন, ‘লেবাননের স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেটি তখনই সম্ভব, যখন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে এবং ইরানের অর্থায়ন ও প্রভাব থেকে বিচ্ছিন্ন করা হবে।’

তবে এই নিষেধাজ্ঞা দেওয়ার আগেই ইসরাইল লেবাননে বড় ধরণের হামলা চালিয়েছে। প্রায় এক বছর আগে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা এখনও কার্যকর। তবে এর মাঝেই হামলা চালিয়েছে তেল আবিব।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হামলায় একজন নিহত হন এবং বিকেলে আরও একজন আহত হয়েছেন। তবে এর মধ্যেই লেবানিজ সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর ঘাঁটি সরাতে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ