অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় পর্বের ট্রেলার। শুক্রবার বিকালে অ্যামাজন প্রাইম ভিডিও সামাজিক মাধ্যমে ‘ফ্যামিলি ম্যান ৩’ সিজনের ট্রেলার প্রকাশ্যে আনে। দুটি সিজনের অসাধারণ সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে তৃতীয় সিজন।
এ পর্বে ট্রেলারে শ্রীকান্তকে একজন ওয়ান্টেড ক্রিমিনাল বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, শ্রীকান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে পরিবারের সঙ্গে শহর ছাড়তে বাধ্য হন শ্রীকান্ত।
এখানে আবারও শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে দেখতে পাওয়া যাবে
অভিনেতা মনোজ বাজপেয়িকে। এই সিজনে অভিনেত্রী নিমরত কৌরকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন জয়দীপ। তবে প্রতিবারের মতো এবারেও এমন কিছু কমেডি দৃশ্য রাখা হয়েছে, যা দেখে সিনেমাপ্রেমী দর্শকরা মুগ্ধ হবেন।
সামাজিক মাধ্যমে ট্রেলারটি প্রকাশের পর নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, এটি কীভাবে অনুষ্ঠানের রসাত্মক সুর ধরে রেখেছে এবং উত্তেজনা আরও বাড়িয়েছে, তা তাদের ভালো লেগেছে। ‘জেকে ও শ্রীকান্তের কৌতুকই মূল আকর্ষণ।
অন্যরা মনে করেছেন, জয়দীপ আহলাওয়াতের যোগদান অনুষ্ঠানের সেরা সিদ্ধান্ত। মনোজ স্যার দুর্দান্ত কিন্তু জয়দীপ স্যারের তুলনা নেই।
উল্লেখ্য, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় পর্বের আরও অভিনয় করতে দেখা যাবে শারীব হাশমি, প্রিয়ামনি, আশলেশা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ান্তারি এবং গুল পানাগকে। আগামী ২১ নভেম্বর প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে ‘ফ্যামিলি ম্যান’ এর তৃতীয় পর্ব।