শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

অনশনের কারণে কিডনিতে জটিলতা, লাগবে ডায়ালাইসিস: তারেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

নিবন্ধনের দাবিতে প্রায় ১৩৩ ঘণ্টা অনশন করার কারণে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পানি না পান করার কারণে তার শারীরিক ভারসাম্যও বিঘ্নিত হয়েছে; শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা ঠিক নেই। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, কিডনিতে জটিলতার কারণে ডাক্তাররা কয়েকটি ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন। ফলে তারেককে আরও ২-৩ দিন হাসপাতালে থাকতে হবে।

তারেক নিজেই বলেন, ‘অনশনের কারণেই মূলত কিডনিতে জটিলতা দেখা দেয়। ওষুধ ও ডাব খাচ্ছি। পাশাপাশি ডাক্তার বলেছে ডায়ালাইসিস করা লাগবে।’

এর আগে দীর্ঘ ১৩৪ ঘণ্টার অনশন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে তারেকের অনশন ভাঙান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এরপর তাকে দ্রুত একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ