শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

ম্যাচ জিততে বাংলাদেশের চাই আর ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

সিলেট টেস্টে জয়ের সুবাস নিয়েই চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। তবে অ্যান্ডি ম্যাকব্রাইন বাধার দেয়াল তুলে দাঁড়ানোর চেষ্টা করছেন, ফিফটি করে ফেলেছেন ইতোমধ্যেই। তবে তাতেও স্বাগতিকদের সমস্যা নেই খুব একটা। আর ১০৩ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিলেই ইনিংস ব্যবধানের জয় ধরা দেবে হাতে।

৮৬ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ম্যাকব্রাইনের সঙ্গে ছিলেন ম্যাথিউ হামফ্রেস। এরপরই শুরু ম্যাকব্রাইনের প্রতিরোধের। সে জুটি থেকে আসে ৩১ রান। এরপর হামফ্রেসকে বিদায় করে জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে থাকা সাদমানের হাতে ক্যাচ দেন হামফ্রেস।

এরপর উইকেটে আসা অ্যান্ড্রু বালবার্নিকে নিয়ে লড়াই শুরু করেন ম্যাকব্রাইন। এই জুটি থেকে আসে ৬৬ রান, যা এ পর্যন্ত আইরিশদের সর্বোচ্চ জুটি। বালবার্নিকে বিদায় করেন হাসান মুরাদ। বিদায়ের আগে ৩৮ রান করেন আইরিশ অধিনায়ক।

তবে সেশন শেষের আগে মাইলফলকের দেখা পেয়ে গেছেন ম্যাকব্রাইন। ১০৪ বলে ৫২ রানে অপরাজিত আছেন তিনি। ওদিকে তার সঙ্গী জর্ডান নেইল ২২ বলে ৬ রান করেছেন।

আয়ারল্যান্ড এই সেশন শেষ করেছে ৭ উইকেটে ১৯৮ রান নিয়ে। ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে তাদের চাই ১০৪ রান। বাংলাদেশের জয়ের জন্যে চাই ৩ উইকেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ