শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিশু দিবসে নতুন রূপে শাহরুখ খান, সঙ্গে থাকছেন কে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

গিনেস বুক থেকে দুবাইয়ের বুর্জ খলিফা – কোথায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান? অভিনয়ের মাধ্যমেই সারা বিশ্বে তার নাম ছড়িয়েছে। এবার শাহরুখ খানের নামে আস্ত অট্টালিকা তৈরি হতে চলেছে! সৌজন্য প্রথমসারির এক স্থাপত্য সংস্থা। শিশু দিবসেই মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে সেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে গত এক সপ্তাহ ধরে সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে সেই সময় তারকার নাম প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবারও তারকার নাম প্রকাশ্যে আনা হয়নি। কেবল তার একটি অস্পষ্ট ছবি সামনে আনতেই চওড়া হাসি অনুরাগীদের মনে। ছবি যতই অস্পষ্ট হোক, আদল দেখে বুঝে নিতে অসুবিধা হয়নি কারও। এরপরেই বলিউডে খুশির হাওয়া ছড়িয়েছে।

এখানেই শেষ নয়, অট্টালিকার নাম ঘোষণায় নাকি শাহরুখ খানের সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিনেতা কার্তিক আরিয়ানও! তিনিই সম্ভবত এই অভিনব ভাবনার নিবেদক। প্রসঙ্গত, এই প্রথম কোনো বলিউড অভিনেতার নামে বিলাসবহুল অট্টালিকার নাম রাখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ