শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়তে হলো শুবমান গিলকে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

কলকাতায় দ্বিতীয় দিনের সকালে বড় দুঃসংবাদই পেল ভারত। দলটির অধিনায়ক শুবমান গিলকে মাঠ ছাড়তে হয়েছে গুরুতর চোট পেয়ে।

তিনি গলায় চোট পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর বিরতির ঠিক পরেই গিল নামেন ব্যাট করতে। সাইমন হারমার তখন রাউন্ড দ্য উইকেট থেকে বল করছিলেন।

ক্রিজে এসে গিল প্রথম বল রক্ষণাত্মকভাবে খেলেন। পরের বলটি সুইপ করেন এবং চার রান পেয়ে যান।

কিন্তু শট খেলার পরই স্পষ্ট হয় যে তিনি কিছুটা অস্বস্তিতে আছেন। গিল তখনই গলার পেছনে হাত দিয়ে ব্যথার জায়গা চেপে ধরেন। তিনি মাথা ঠিকভাবে নাড়তেও পারছিলেন না। দলীয় ফিজিও মাঠে এসে গিলকে পরীক্ষা করেন।

স্বল্প সময়ের সেই পর্যবেক্ষণের পর গিল মাঠ ছাড়েন। তিনি অবসর নেন। গিলের জায়গায় ব্যাট করতে নামেন ঋষভ পান্ত। ভারতের জন্য এটি ছিল বড় ধাক্কা, কারণ গিল ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ