শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে বৈভবের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

আট দলের এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বৈভব সূর্যবংশী। তরুণ এই ভারতীয় ঝোড়ো সেঞ্চুরিতে গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এক বিশ্বরেকর্ড। ১৪ বছর বয়সী বৈভব এখন ইতিহাসে প্রথম ক্রিকেটার যার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ বল বা তার কমে দুইটি শতরান আছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা যৌথ ভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ঋষভ পন্থ ৩২ বলে শতরান করেছিলেন। এই তালিকার শীর্ষে রয়েছেন উরভিল প্যাটেল ও অভিষেক শর্মা, যারা ২৮ বলে শতরান করে রেকর্ড গড়েছিলেন।

সূর্যবংশী ফিফটি পূর্ণ করেন ১৬ বলে। পরের ১৬ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। শতরানে পৌঁছানোর পথে ইনিংসের এগারোতম ওভারে হর্ষিত কৌশিককে টানা চার বলে মারেন ছক্কা, পঞ্চম বলে চার। শেষ পর্যন্ত ১৩তম ওভারে মোহাম্মদ ফরাজউদ্দিনের বলে আহমেদ তারিককে যখন ক্যাচ দেন। সূর্যবংশীর নামের পাশে ৪২ বলে ১৪৪ রান, ১১টি চার ১৫টি ছক্কা।

১৪ বছর বয়সী সূর্যবংশীর দেড়শ ছুঁইছুঁই ইনিংসটির পর ভারত ‘এ’ দলের দ্বিতীয় সর্বোচ্চ আসে জিতেশ শর্মার ব্যাট থেকে। ৩২ দলের ইনিংসে ৮ চার ৬ ছক্কায় ৮৩ রান করেন অধিনায়ক জিতেশ। সংযুক্ত আরব আমিরাত ২৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায়। ভারত ‘এ’ দল জেতে ১৪৮ রানের বড় ব্যবধানে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ