শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

এতগুলো মৃত্যুদণ্ড আর কাউকে দেওয়া হয়নি : বাবর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩ প্রদর্শন করেছেন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আমার দল, আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি।

শনিবার নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনি জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব  কথা বলেন। বিএনপির মনোনয়ন (নেত্রকোনা-৪ আসন) ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে যান তিনি।

তিনি বলেন, এজন্য মদনবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি।  আমার নির্বাচনি এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে তাদের এ ঋণ আমি কখনোই ভুলতে পারব না।

গণসংযোগের সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুদার, সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ওই দিন তিনি বাশরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোয়াইলবাড়ী মোড়, রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়, পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমশ্রী মোড়, বরাটি বাজার, ফতেপুর ধানকুনিয়া ব্রিজ, ফতেপুর দেওয়ানবাড়ী মোড়, হাটশিরা বাজার, দক্ষিণকান্দা বাজার ও হাসনপুর বাজারে নির্বাচনি সফর করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ