কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৯,৯০৫ (ঊননব্বই হাজার নয় শত পাঁচ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি’কে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১৫।
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিরা সহজেই চোরাচালান করার সুযোগ পাচ্ছে। এমতাবস্থায় র্যাব-১৫ তার নিজস্ব গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখার সাথে সমন¦য় রেখে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিসি-২( হোয়াইক্যং ক্যাম্প) র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখা হতে প্রাপ্ত সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের ০৩নং ওয়ার্ড, উত্তর সোনার পাড়া এলাকায় কিছু মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১৫ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অদ্য ১৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ দুপুরে অভিযানিক দলটি বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের হেফাজতে থাকা সাদা বস্তা তল্লাশি করে ৮৯,৯০৫ (ঊননব্বই হাজার নয় শত পাঁচ) পিস ইয়াবা সহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
২। আটককৃত মাদক কারবারিদের পরিচয়ঃ
১) সামছুল আলম (৩০), পিতা- মৃত আব্দুল রহমান, মাতা-গোল বাহার,
২) আব্দুল শুক্কুর (২৪),পিতা-মৃত মোঃ নজরুল, মাতা-মৃত নুর জাহান, উভয় সাং-উত্তর সোনার পাড়া, ০৩নং ওয়ার্ড, ঝাউ বাগান, ইউপি-জালিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।