শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

ইমরান খানকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক; দেখতে দেখতে ২০ বছর টেস্ট খেলে ফেলেছেন।

দীর্ঘ দুই দশক ধরে খেলা বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখন পাকিস্তানের ইমরান খান ও ভারতের শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তিদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন।

২০ বছর ১৭৭ দিন টেস্ট খেলে দীর্ঘ সময় টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় মুশফিক। এই তালিকায় দুইয়ে থাকা ইমরান খান টেস্ট খেলেছেন ২০ বছর ২১৮ দিন। অনুমিতভাবেই এই তালিকায় সবার ওপরে টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২৪ বছর ১ দিন খেলেছেন।

সবচেয়ে বেশি সময় টেস্ট খেলা তো বটেই, টেস্ট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার কীর্তিও শচীনের।

ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বছরে ভূরি ভূরি টেস্ট খেলার সুযোগ পায় না বলে বাংলাদেশের কারও ২০০ টেস্ট খেলার হিসাব না হয় বাদই থাকল। কিন্তু বয়সের ক্ষেত্রে মুশফিক কি পারবেন শচীনকে টেক্কা দিতে?

সে ক্ষেত্রে মুশফিককে কমপক্ষে দেড় মাস খেলতে হবে। বর্তমানে তার বয়স ৩৮ পেরিয়ে গেছে। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি আগেই ছেড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন শুধু টেস্টই। এই টেস্ট শেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলেন কি না, সেটাই দেখার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ