শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

এক প্রশ্নের উত্তরেই চমক দেখিয়েছিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

১৯৯৪ সালের আজকের দিনে অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৪৪তম আসর। দক্ষিণ আফ্রিকার সান সিটিতে অনুষ্ঠিত এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৭টি দেশের প্রতিযোগী। সবার প্রত্যাশা পেছনে ফেলে বিজয়ী হন ভারতের ঐশ্বরিয়া রাই। জ্যামাইকার লিসা হানা বিজয়ের মুহূর্তে ২১ বছর বয়সি ঐশ্বরিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন।

জয়ের মুহূর্তে ঐশ্বরিয়ার পরনে ছিল কারুকাজ করা সাদা গাউন, সঙ্গে সাদা গ্লাভস ও মাথার ওপরের দিকে বাঁধা টপ বান হেয়ারস্টাইল, যা তার আভিজাত্য আরও বৃদ্ধি করেছিল। মুকুট পরার আগে তিনি গাঢ় রঙের সুইমিং স্যুটে মঞ্চে হাঁটেন, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

চূড়ান্ত পর্বে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয়েছিল—‘একজন মিস ওয়ার্ল্ডের মধ্যে কী কী গুণ থাকা উচিত?’ তার দেওয়া উত্তরটি অনেকের মতে তার জয় নিশ্চিত করেছিল।

উত্তরে ঐশ্বরিয়া বলেছিল, আজ পর্যন্ত যারা মিস ওয়ার্ল্ড হয়েছেন, তারা দেখিয়েছেন—তাদের হৃদয়ে ছিল প্রকৃত মমতা। সেই মমতা শুধু বিত্তশালী মানুষের প্রতি নয়, সুবিধাবঞ্চিত মানুষদের প্রতিও। জাতি, দেশ বা গায়ের রঙের ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর মনোভাবই একজন সত্যিকারের মিস ওয়ার্ল্ডের গুণ হওয়া উচিত।

মিস ওয়ার্ল্ড ১৯৯৪–এর স্মৃতিচারণামূলক একটি ভিডিওতে ঐশ্বরিয়া জানান, বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এক মাসের প্রতিযোগিতার সময় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, যা তার কাছে জীবনের এক বিশেষ স্মৃতি হিসেবে রয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ