শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী, নেপথ্যে যা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ইসরাইলি সেনাবাহিনীতে গুরুতর জনবল সংকট দেখা দিয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তারারসহ শত শত সেনা সদস্য আগাম অবসরের আবেদন করায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

খবরে বলা হয়, নতুন এই পদত্যাগের ঢেউ এমন এক সময়ে দেখা দিচ্ছে যখন বাধ্যতামূলক সেনা ড্রাফটে এড়ানো, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির কারণে ইসরাইলি বাহিনী চরম চাপে আছে।

ইয়েদিয়োথ আহরনোথ পত্রিকা বরাতে বরাতে জানা যায়, সামরিক বাহিনীর কর্মী প্রশাসনের প্রতিনিধিরা নেসেটের সংশ্লিষ্ট কমিটিকে জানিয়েছে যে, প্রায় ৬০০ ক্যারিয়ার সেনা সদস্য ও কর্মকর্তা আগাম ‘অবসর/পদত্যাগ’ করতে চেয়েছেন।’

এদের অনেকেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন, যেসব পদে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর সেনাবাহিনী নতুন জনবল সংগ্রহে হিমশিম খাচ্ছে।

এক সামরিক কর্মকর্তা আইনপ্রণেতাদের বলেন, যুদ্ধ চলাকালীন আমরা অনেকের অবসার মুলতবি রেখেছিলাম, কারণ তাদের জায়গায় কাউকে দিতে পারিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  প্রায় ৮৫ শতাংশ সেনা লেফটেন্যান্ট কর্নেল বা তার নিচের পদমর্যাদায় অবসর নিয়েছেন, যার ফলে মধ্যপর্যায়ের কমান্ড কাঠামো দুর্বল হয়ে পড়ছে—যা পর্যবেক্ষকদের মতে বড় ধরনের সংকেত।

ইসরাইলি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মী কর্মকর্তা বার ক্যালিফা জানান, অফিসারদের জন্য অতিরিক্ত পেনশন সুবিধা বাতিল করে সুপ্রিম কোর্টের রায় এই সংকটকে আরও তীব্র করেছে এবং বাহিনীর মনোবলে বড় আঘাত দিয়েছে।

তথ্যসূত্র: প্রেস টিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ