শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

ফের চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

পুনরায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালু করতে যাচ্ছে জাপান। এই সপ্তাহেই এটি চালুর ব্যাপারে সবুজ সংকেত দিতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে এএফপি।

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর জাপান সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছিল। তবে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশটি আবার পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে ফিরছে।

স্থানীয় গণমাধ্যম কাইয়্যেদু নিউজ এবং নিক্কেই বিজনেস ডেইলির খবরে বলা হয়, নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহে স্থানীয় গভর্নরের অনুমোদন পেতে পারে।

নিগাতার গভর্নর হিদেয়ো হানাজুমি শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রটির সাতটি চুল্লির মধ্যে আপাতত একটি চালু করা হবে।

২০১১ সালের সুনামি ও ফুকুশিমা দুর্ঘটনার পর জাপানের জনগণের মধ্যে পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও দেশটি আবার পারমাণবিক শক্তি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ