শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

১৪৮ বছরে প্রথম বারের মতো এমন রেকর্ড দেখতে চলেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার অ্যাশেজের অভিযান। তার আগে বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড চোটের কারণে ছিটকে গেছেন।

এই সময়েই অস্ট্রেলিয়া এক বিরল ইতিহাস গড়তে চলেছে। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার তাদের একাদশে সুযোগ পেলেন দুই আদিবাসী ক্রিকেটার।

প্রথম টেস্ট হবে পার্থে। দুই দিন আগে একাদশ ঘোষণা করেছিল ইংল্যান্ড। আজ অস্ট্রেলিয়াও একাদশ ঘোষণা করেছে। স্কট বোল্যান্ডের থাকা আগেই নিশ্চিত ছিল। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্রেন্ডন ডগেট। দুজনই আদিবাসী ক্রিকেটার।

একসঙ্গে দুজন ঢোকার ঘটনা এই প্রথম। এর আগে জেসন গিলেস্পি ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী টেস্ট ক্রিকেটার। পরে যুক্ত হন বোল্যান্ড। এবার এই তালিকায় যোগ হলেন ডগেট।

পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মিচেল স্টার্ক। তাঁর সঙ্গে বোল্যান্ড ও ডগেট সামলাবেন বোলিং। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফিরে এসেছেন ক্যামেরন গ্রিন। তিনি জায়গা নিয়েছেন বো ওয়েবস্টারের জায়গায়। ওয়েবস্টার সাতটি টেস্ট খেলেছেন। পেয়েছেন চারটি ফিফটি ও আটটি উইকেট। ঘরোয়া ক্রিকেটেও তিনি ভালো খেলছিলেন। তবে ইনজুরি কাটিয়ে গ্রিন পুরো শক্তিতে ফিরেছেন। তাই তাঁর ওপরই আস্থা রেখেছে অস্ট্রেলিয়া।

টপ অর্ডারে প্রথমবার জায়গা পেলেন জ্যাক ওয়েদারেল্ড। ৩১ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরিতে ৫৩২২ রান করেছেন। তিনি ওপেনিং করবেন উসমান খাজার সঙ্গে। এর ফলে ২০১৯ সালের পর প্রথমবার এক টেস্টে একসঙ্গে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। তখন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল কার্টিস প্যাটারসন ও জাই রিচার্ডসনের। ২০১১ সালের অ্যাশেজে একসঙ্গে অভিষেক হয়েছিল খাজা ও মাইকেল বিয়ারের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ