রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

নিউইয়র্কে মারুফের সঙ্গে থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত এ নায়িকা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আড়ালে চলে যান। ছিটকে পড়েন সিনেমা থেকেও। বেকার থাকায় দীর্ঘ প্রায় এক বছর ঘরবন্দী ছিলেন তিনি। সম্প্রতি দেশ ছাড়েন মাহি। চলে যান নিউইয়র্কে।

সূত্র বলছে, সেখানেই স্থায়ী হওয়ার বন্দোবস্ত করছে মাহি। কিছুদিন আগে নিউইয়র্কে একটি স্টেজ শোতেও তাকে পারফর্ম করতে দেখা গেছে। এদিকে সম্প্রতি তিনি অংশ নেন চিত্রনায়ক জায়েদ খানের একটি শো-তে। জায়েদ খানের সঞ্চালনায় ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে অতিথি হয়েছিলেন মাহি। সেখানে তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন।

সেখানেই জানালেন তিনি এখন নায়ক মারুফের সঙ্গে থাকছেন তারই বাসায়। সেসময় তিনি তার পছন্দের খাবার শুটকি ভর্তা, ভাত ও বিরিয়ানি এমনটাও জানান।

‘আমেরিকায় থেকে বাংলা খাবার মিস করছেন কি?’, জায়েদ খানের এমন প্রশ্নের উত্তরে মাহি হেসে বলেন, ‘না, একদমই না। কারণ আমি এখন নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’

উল্লেখ্য, শো-এর পুরো পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। বাংলাদেশ সময় ২১ নভেম্বর রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ