বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড উপনির্বাচনে প্রতিক বরাদ্দের পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উপনির্বাচনে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোঃ মহিবুল ইসলাম ভূঁইয়া বাপ্পী। প্রতিক বরাদ্দের পর তিনি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ১ নং ওয়ার্ডের সকল পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা করছেন।
তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সকল পাড়া মহল্লায় এখন নির্বাচনী আলাপ-আলোচনা। রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ মহিবুল ইসলাম ভূঁইয়া (বাপ্পী)। ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
উল্লেখ্য আগামী ৯ মার্চ ব্যালট পেপার এর মাধ্যমে ভোটগ্রহণের জন্য নির্ধারণ করে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেন।