বিপিএলটাকে স্বপ্নের মতো কাটালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার তাওহিদ হৃদয়। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখে গতকাল আসরের ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই টাইগার ক্রিকেটার। গতকাল বিপিএলের দশম আসরের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে তাওহিদ হৃদয়ের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও এদিন নিজের ব্যাটকে কাজে লাগিয়ে সবার হৃদয় জয় করতে ব্যর্থ হন তাওহিদ হৃদয়। এদিন ১০ বল খেলে তিন চারে ১৫ রান করে সাজঘরে ফিরেন তিনি। তবে সাজঘরে ফেরার আগে নিজের বিপিএল ক্যারিয়ারের ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই টাইগার ক্রিকেটার। এর আগে চলতি আসরে মোট ১৪ ম্যাচ খেলে দুইটি ফিফটি এবং একটি সেঞ্চুরিতে এই ব্যাটারের ব্যাট থেকে আসে মোট ৪৬২ রান। শুধু এই আসর না গেল আসরেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন হৃদয়। সেই বার সিলেট স্ট্রাইকার্সের হয়ে পাঁচ ফিফটিতে হৃদয়ের ব্যাট থেকে আসে ৪০৩ রান।