নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ চালককে আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার, (২৩ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
সাভার হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি যাত্রীবাহী বাস যাহার রেজি: নং ঢাকা মেট্রো ব-১২-১৩৪৩ এর চালক মাদক বহন করে আনছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সাভার হাইওয়ে থানার এসআই(নিঃ)/ বাবুল আকতার সঙ্গীয় ফোর্সসহ উক্ত যাত্রীবাহী বাসটিকে আটক করে তল্লাশি চালায়। এসময় যাত্রীবাহী বাসে তল্লাশি করে চালকের সিটের নিচে থেকে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলা সদর থানার পুলিশ লাইন এলাকার জাহাঙ্গীর আলম (৩০)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।