বলিউডে ‘রামায়ণ’ সিনেমা নির্মানের কথা অনেকদিন থেকে শোনা যাচ্ছে। রণবীর কাপুর, সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিং এক ঝাঁক তারকাকে নিয়ে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল মার্চের শেষে। তবে সেটি আর হচ্ছে না প্রযোজকের কারনে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুটিং শুরুর আগ মুহূর্তে কোনো কথা বলা ছাড়াই ‘রামায়ণ’ প্রজেক্ট থেকে সরে গেলেন সিনেমাটির প্রযোজক আল্লু অরবিন্দ ও মধু মন্টেনা। হঠাৎ করেই মধু জানান, আর কোনও টাকা বিনিয়োগ করবেন না। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এই খবর। কিন্তু কী কারণে প্রযোজকের এমন সিদ্ধান্ত, সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।নীতেশের এই সিনেমা ভারতের অন্যতম বড় বাজেটের সিনেমা হওয়ার কথা ছিল। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক সিনেমাকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং। যার সিংহভাগ শুট করা হবে মুম্বাইয়ে। তার পর লন্ডন পাড়ি দেবে পুরো টিম। এমনটাই কথা ছিল। শুধু তাই নয়, হলিউডের অস্কারজয়ী ভিএফএক্স সংস্থার সঙ্গে জোটবদ্ধ হয়েছেন তারা। কিন্তু তার মাঝেই ছন্দপতন। আসলে অনেক দিন ধরেই চর্ চায় রয়েছে এই সিনেমা।