বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নানা আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনাসভা, দোয়া মোনাজাত, কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৭ মার্চ (রবিবার) সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।