সংগীতশিল্পী খালিদের দাফন হচ্ছে তার জন্মস্থান গোপালগঞ্জেই
বিনোদন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
-
১০০
প্রদর্শন করেছেন
সংগীতশিল্পী খালিদের দাফন হচ্ছে তার নিজে জন্মস্থান গোপালগঞ্জেই।সোমবার রাতে গ্রীন রোড জামে মসজিদে জানাজা শেষে তার লাশ গোপালগঞ্জ নিয়ে যাওয়ার কথা। সেখানে আজ মঙ্গলবার পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে। চাইম ব্যান্ডের ভোকালিস্ট ও জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ সোমবার সন্ধ্যার পর হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা শুরু করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি বিতানসহ বিভিন্ন দোকানে। যাকে আশির দশকে মানুষ চিনত ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ