নিজস্ব প্রতিবেদক: অবরোধ শেষ হওয়ার আগেই ফের নতুন করে ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিল বিএনপি। বিএনপি’র ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘন্টা অবরোধ শুক্রবার সকালে শেষ হবে। তার আগেই সপ্তম দফা অবরোধের ঘোষণা করেছে বিএনপি। আগামী রবিবার ও সোমবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের ৩০০ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই ভোটের দিন ঘোষণা করার পরেই কমিশনের ঘোষণার প্রতিবাদ জানায় বিএনপি। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করবে বলেও ঘোষণা করে তাঁরা। একি সঙ্গে ঘোষণা তফসিল অনুযায়ী নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় বিএনপি।
উল্লেখ্য যে, গত ২৮ অক্টোবর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট গ্রহণ সহ বিভিন্ন দাবি নিয়ে রাজধানী ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছিল তাঁরা। সেদিনের ওই সমাবেশ ঘিরে হামলা এবং সংঘর্ষ হয়। পরদিন গ্রেফতার করা হয় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একে একে দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে।
তারপর থেকে দফায় দফায়, সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপি। তাঁদেরকে বেশ কয়েকটি সমমনা দল সমর্থন করে তাই আবার নতুন করে সপ্তম দফায় অবরোধের ঘোষণা করে রিজভী বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘন্টা অবরোধ পালিত হবে।