রায়হান রাফি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘তুফান’। কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে। তবে এর আগে গুঞ্জন ছিল সিনেমাটিতে খল নায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। সিনেমার একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেওয়া হচ্ছে এতে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই।এদিকে আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। ‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি।