সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

বিয়ে করলেন কোরিয়ান তারকা লি সাং ইয়ব

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৭ প্রদর্শন করেছেন

কোরিয়ান তারকা লি সাং ইয়ব  বিয়ে করলেন তার দীর্ঘদিনের প্রেমিকাকে। সোমবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবর নিজেই জানান দিয়েছেন এ অভিনেতা। গত বছরের শেষ ভাগে বিয়ের ঘোষণা দিয়েছিলেন ‘ওয়ানস এগেইন’ অভিনেতা লি সাং ইয়ব। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লি সাং ইয়ব লিখেছেন, ‘আমি অসাধারণ এক বন্ধুকে পেয়েছি, যার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে চাই।’ তিনি বলেন, ‘আমরা কোনো দ্বিধা ছাড়াই পরস্পরকে ভালোবাসি এবং সুখী হব আশা করছি। আমাদের একসাথে যোগদানের জন্য একটি নতুন বসন্ত শুরু হলো। জীবনের এই প্রথম সময়ে যারা আমাদের যারা আশীর্বাদ করেছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’ শুভাকাঙ্ক্ষীদের ঋণ পরিশোধ করার চেষ্টা করে যাবেন উল্লেখ করে বলেন, সমস্ত ভক্ত, বন্ধু এবং পরিবারকে বলতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করে আসছেন; আমি একজন সংবেদনশীল মানুষ এবং অভিনয়শিল্পী, সেই হিসেবে আমি তোমাদের ঋণ শোধ করার চেষ্টা করে যাব। ধন্যবাদ।’ ২০০৭ সালে টিভি ধারাবাহিক ‘আ হ্যাপি উইমেন’ দিয়ে অভিনয়ে নাম লেখান লি সাং ইয়ব। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে ‘ওয়ানস এগেইন’, ‘দ্য ইনোসেন্ট ম্যান’, ‘গুড কাস্টিং’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ