বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
আজ (২৬ শে মার্চ, মঙ্গলবার) নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর নেতৃত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে প্রথমে সোনারগাঁও উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে একে একে, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আ. লীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহাবুর রহমান বাবুল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বী সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।