অভিনেতা মোশাররফ করিম এর নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজটিতে তিনি একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করবটি। সিরিজটিতে আব্বাস নামের এক ট্রাক ড্রাইভার্কে সাত জেলায় তার সাত বউয়ের সঙ্গে সংসার সামলাতে দেখা যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ তারই একটি। ট্রাক ড্রাইভার আব্বাস একজন দুর্দান্ত প্রেমিক মানুষ। সাত জেলায় থাকা সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সে সুনিপুণভাবে সাত সংসার সামলায়। এদিকে একজন বৃদ্ধের সাথে বিয়ে হওয়া থেকে সদ্য যুবতী সুন্দরীকে বাঁচানোর পর সুন্দরী আব্বাসের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ তাই সুন্দরীকে বিয়ে করতে না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে এরপর শুরু হয় গন্ডগোল। আব্বাসের সাত সংসারে শুরু হয় বিভিন্নরকম ঝামেলা। এমনই একটি গল্পে অমিতাভ রেজা চৌধুরী ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি নির্মাণ করছেন ।