ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরই এই দেশে হত্যার রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁরা জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার শুরুতেই তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে আসছে। আর গনতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আ. লীগের অনেক নেতা-কর্মীদের জীবন দিতে হয়েছে।
দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে ঢাকা জেলা আ. লীগের তেজগাঁও কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।