সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

ঈদে নতুন নাটক ‘শেষ ভালোবাসা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৮ প্রদর্শন করেছেন
জুটি ধরে নাতক নির্মাণে নির্মাতারা অভ্যস্ত না থাকায় একসঙ্গে তিন তারকাকে নিয়ে নাটক খুব বেশি দেখা যায় না। তবে ব্যতিক্রম ঘটালেন পরিচালক মুরসালিন শুভ। এই ঈদে জটিল একটি প্রেমের গল্প দেখা নির্মাণ করলেন এই পরিচালক। ‘শেষ ভালোবাসা’ নামের নাটকটিতে তিনটি মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি। সিএমভির ব্যানারে মানব মিত্রর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গল্পটা প্রেমের। আবার বিচ্ছেদেরও। এভাবেও বলা যায়, প্রেম ও বিচ্ছেদের জটিল সমীকরণ রয়েছে এতে। গল্পের শুরুটা হয় অন্যের বিয়ে বাড়ি থেকে। শেষটা হয় নিজের বিয়ের আয়োজন দিয়ে। যে গল্পের নায়কের নাম শাফায়েত। নায়িকা অহনা ও তিস্তা।’ তবে শেষমেষ পরিণতি জানা যাবে নাটকটি দেখলেই। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষ ভালোবাসা’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ