শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

মুজিব নগর দিবসের দিনে কুয়েতে নিজস্ব দূতাবাসের জন্য প্লট পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৫০ প্রদর্শন করেছেন

ঐতিহাসিক মুজিব নগর দিবসের দিনে ৪ হাজার স্কয়ার মিটারের বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণে দুটি প্লট বরাদ্দ করেছে কুয়েত সরকার। বাংলাদেশ দূতাবাস, কুয়েত তথা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। মুজিবনগর দিবসের এই ঐতিহাসিক দিনে কুয়েত কর্তৃপক্ষ পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে মুশরেফ ডিপ্লোমেটিক জোনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবনের জন্য তিন হাজার স্কয়ার মিটার ও বাংলাদেশ হাউজের জন্য এক হাজার স্কয়ার মিটার মোট চার হাজার স্কয়ার মিটারের দুটি প্লট বরাদ্দ করেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি (অব.) ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দু’টি বুঝে নেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতে নিজস্ব চ্যান্সরি ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। বাংলাদেশ দূতাবাসের পেইজ বুক পেইজে ও এ তথ্য উল্লেখ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ