সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩২ প্রদর্শন করেছেন

জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার মতিউর রহমান হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ এলাকায় বাসের সঙ্গে সিএনজির ধাক্কায় তিনি মারা যান। এসময় তিনি সিএনজিতে ছিলেন। তার সঙ্গে থাকা আরও একজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ ৩জন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সংগীতশিল্পী হাসান ‘পাগল হাসান’ নামে পরিচিত ছিলেন। এই নামেই তাকে চিনতেন পরিচিতজন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীরা। ‘আসমানে যাইওনারে বন্ধু ধরতে পারবো না তোমায়’ সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী তিনি। তাঁর বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিটি দোয়ারাবাজার থেকে ছাতকের দিকে আসছিলো। পথে সুরমা ব্রিজ এলাকায় অপর দিক থেকে আসা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় শিল্পী পাগল হাসানসহ সিএনজির আরেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। সংগীতশিল্পী হাসানের মৃত্যুতে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ