রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি পাচ্ছে সাংবাদিকদের মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৬৪ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পর্যবেক্ষনে সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান বলেন, শর্তসাপেক্ষে নির্বাচনের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ-সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার নীতিমালা জারি করা হতে পারে।

তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে আর কোনো বাধা নেই।

এর আগে ২৫ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ নীতিমালা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। পরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞায় পরিবর্তন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ