বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফজলে রাব্বী।
এক বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
এডভোকেট ফজলে রাব্বী আরও বলেন, ১৬ ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্বরন করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের।”জয় বাংলা জয় বঙ্গবন্ধু “