বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ২১ মে সোনারগাঁও উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ।
তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে আনারস প্রতীকে ভোট চেয়ে পিরোজপুর ইউনিয়নে একাই মাঠ কাঁপাচ্ছেন। প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই তুমুল প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ।
পিরোজপুর ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে বাবুল ওমর বাবুকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনারস প্রতীকে ভোট চেয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের কাছে। করছেন লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা।
তিনি বলেন, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে বিজয়ী করতে মাঠে নেমেছি। আশাকরি ভোটাররা আনারস প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।